'স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার'-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯।
দিবসটি উপলক্ষ্যে র্যালী, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। বুধবার সকাল ১০ টায় কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালীতে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ শাহজাহান আলী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক কল্যান ব্যানার্জি, ডাঃ খান গোলাম মোস্তফা, ডাঃ নাসির উদ্দীন গাজী, ডাঃ হরষিত চক্রবর্তীসহ কলেজের বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেয়। র্যালি শেষে সেখানে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং প্রামান্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর