বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার দুপুরে ওই ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলো- বরগুনা জেলার আমতলী উপজেলার তারিকাটা গ্রামের মুজাফফর মাতুব্বরের ছেলে মো. আমিনুর মাতুব্বর (৩৫)। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
জানা যায়, মামলার বাদী হোসনে আরা বেগম ২০০৬ সালের ১৯ মার্চ আলতলী থানায় অভিযোগ দাখিল করেন যে, তার মেয়ে শামসুন্নাহার মুক্তাকে এই ঘটনার দুই মাস আগে দন্ডপ্রাপ্ত আসামী আমিনুরের সঙ্গে বিয়ে দেয় হয়। আসামী আমিনুর তার মেয়ের নিকট ২০ হাজার টাকা যৌতুক দাবি করে এবং শারিরীক নির্যাতন চালায়। বাদীর মেয়ে মুক্তা যৌতুক দিতে অস্বীকার করায় ২০০৬ সালের ১৮ মার্চ রাতে মুক্তাকে গলা টিপে হত্যা করে লাশ একটি ডোবায় ফেলে রাখে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল। আসামি পক্ষে ছিলেন অ্যাড. কমল কান্তি ও অ্যাড. কামরুল আহসান মহারাজ।
বিডি প্রতিদিন/এ মজুমদার