তুচ্ছ ঘটনায় শাজাহান গাজী নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়ার মেরুয়া এলাকায়।
জানা গেছে, গত শনিবার সকালে কাপাসিয়ার মেরুয়া এলাকায় কড়িহাতা ইউপি আওয়ামী লীগ নেতা শাজাহান গাজী পারিবারিক জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় শাজাহানের ভাই-ভাতিজারা এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। আহত শাজাহানকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মৃত্যু হয়। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে।
নিহত শাজাহান (৪৭) মেরুয়া এলাকার মৃত গফুর গাজীর ছেলে বলে জানা গেছে। সে ত্রিমুহনী বাজারের কাঠ ব্যবসায়ী ও মেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি। তার ৫ ছেলে রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন