আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতাদের দিয়ে আন্দোলন হবে না। তাই খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে নামবেন- এমন হুমকি দিয়ে কোন লাভ হবে না।
বুধবার বিকেলে মুজিব নগর দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রতনসকান্দিতে আয়োজিত এক সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত এখনও শেষ হয়নি। বিএনপি জামাত আবারও চক্রান্ত শুরু করেছে, তাদের এই চক্রান্ত রুখতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত রাখতে হবে।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম জুড়ান।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন ও কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন