দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরে বাসের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিন ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। এসময় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা সদরের চুনিয়াপাড়া নামকস্থানে বাসের সাথে ইজিবাইকের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আহত অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, আইভি (১০), আশরাফুল আলম খলিফা (৩২), শারদার খলিফা (৪৮)। তাদের সবার বাড়ি নাটর জেলার বাগাতীপাড়া উপজেলার জালালপুর গ্রামে। নিহত আশরাফুলের শিশু কন্যা আইভি ও চাচাতো ভাই শারদার।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়ায় ইজিবাইক যোগে আত্মীয়র বাড়ি কাউগাঁ থেকে শহরের দিকে যাচ্ছিলেন তারা। এসময় অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
আহত অপর চারজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন