পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা বিরল প্রজাতির সরীসৃপ তক্ষকটি অবমুক্ত করা হয়েছে। আদালতের আদেশে শুক্রবার বিকেলে তক্ষকটি নাসিরনগর কলেজের ঝোপঝাড়ে অবমুক্ত করা হয়।
এর আগে বিজ্ঞ আদালতের আদেশ ১নং স্মারক নং ৫৫ মূলে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তর আইন ৩৫/৪১ এর ৯ ধারা মোতাবেক নাসিরনগর সামজিক বনায়ন কর্মকর্তা মো. আব্দুস সালামের নিকট এ তক্ষকটি হস্তান্তর করা হয়। তক্ষকটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাজেদুর রহমান, উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এর আগে গত বুধবার রাতে নাসিরনগর সদর ইউনিয়নের কলেজ মোড় হতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তক্ষকসহ পাচারকারীকে আটক করে। নাসিরনগর উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, তক্ষকটি কিছুটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তবে স্বাস্থ্যগত কোন ঝুঁকির সম্ভাবনা নেই। এটি প্রায় ৯ ইঞ্চি লম্বা ও ওজন ১৫০ গ্রাম।
বিডি প্রতিদিন/হিমেল