২১ এপ্রিল, ২০১৯ ০০:২৩

বাগেরহাটের মানুষকে শিক্ষিত-দক্ষ হিসেবে পরিচিত হতে হবে: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মানুষকে শিক্ষিত-দক্ষ হিসেবে পরিচিত হতে হবে: শেখ তন্ময়

বাগেরহাট সদর (বাগেরহাট- ২) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দেশবাসীর কাছে বাগেরহাটের মানুষকে শিক্ষিত-মার্জিত-মেধাবী-দক্ষ পরিচিত হতে হবে। এজন্য এই জনপদের মানুষদের স্বপ্নচারী হতে হবে, আমাদের চিরায়ত বাঙালি সংস্কৃতির মধ্যে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় অধুনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

শনিবার রাতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলার সমাপনী ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে শেখ তন্ময় বাগেরহাটের সামাজিক অবস্থার চিত্র তুলে ধরে আরও বলেন, মাদক এক ধরণের অসুস্থতা। আমাদের চারপাশে অনেক মাদকাসক্ত লোক রয়েছে। মাদককে শূন্যের কোঠায় নামিয়ে আনতে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি অভিভাবকসহ সবাইকে আরো কঠোর হতে হবে।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার,  জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর