ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দ্রুত বিচার দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা সিপিবি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কালিবাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সদস্য নূরজ্জামান জোয়ারদার, ম.আ. শামীম, উদাস চন্দ্র রায়, প্রিন্স চাকলাদার, প্রাণ কুমার রায়, মোস্তাক আহমেদ, জেলা উদীচীর সভাপতি আবুল মনসুর ফকির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।
বক্তারা নুসরাত জাহান রাফি হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যা পরিকল্পনাকারী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস.এম সিরাজ-উদ দৌলাসহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা