২৬ এপ্রিল, ২০১৯ ১৯:১৯

শিক্ষক-কর্মচারীদের ১০% বেতন কর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি

শিক্ষক-কর্মচারীদের ১০% বেতন কর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০% কর্তনের বিষয়ে সম্প্রতি জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি অমরেন্দ্র চাকমা।

এতে বলা হয়, সম্প্রতি সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরির মেয়াদ শেষে এককালিন আর্থিক সুবিধা প্রদানের লক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০% কর্তন করার প্রজ্ঞাপন জারি করে। যা চাকরির মেয়াদ শেষে মূল বেতন স্কেলের ১০০ মাস বেতনের চেয়েও বেশি। এতে শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিক সম্মেলন থেকে অবিলম্বে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল, শিক্ষক-কর্মচারীদের আলাদা হিসাব চালুসহ ৪ দফা দাবি জানানো হয়।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ, সদর শাখার সভাপতি লায়েস দেওয়ান, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন চৌধুরী, প্রতি মঙ্গল চাকমা, অনুপ দত্ত চাকমা, ননিকা চাকমা প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর