হবিগঞ্জের আজমিরীগঞ্জে দেনা-পাওনা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে নারীসহ শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার রসুলপুর গ্রামের ইউপি মেম্বার খুর্শেদ আলীর ছেলে নিজাম উদ্দিনের কাছে জমি বর্গা নেওয়ার ৫ হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের হাজী রইছ মিয়ার। বেশ কয়েকদিন ধরে ওই টাকা দিতে নিজাম উদ্দিন গড়িমসি করছিলেন। এ নিয়ে শনিবার পঞ্চায়েতের মুরুব্বীরা সালিশ বৈঠকে বসেন। কিন্তু বৈঠকের সিদ্ধান্তের আগেই উত্তেজিত হয়ে উঠেন নিজাম উদ্দিন ও তার লোকজন। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালালে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। এর মাঝে ২ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। মঙ্গলবার এলাকায় খবর ছড়িয়ে পড়ে সিলেটে চিকিৎসাধীন ছত্তর মিয়া মারা গেছেন। এ খবরে ফের তাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে ৩০ জন আহত হন।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০/২২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। ৫ হাজার টাকা পাওনা নিয়ে তাদের মাঝে এ সংঘর্ষ হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল