বরগুনায় গণধর্ষণ মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী র্যাব ক্যাম্পের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং করে বিষয়টি জানানো হয়।
পটুয়াখালী র্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি সোয়েব আহমেদ জানান, গণধর্ষণের ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা অভিযান ও ছায়া তদন্ত শুরু করে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে মির্জাগঞ্জ উপজেলার দোফলাখালী গ্রাম থেকে বরগুনা জেলার ঝোপখালী গ্রামের মৃত কাদের মুসল্লির ছেলে গণধর্ষণ মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) গ্রেফতার করে।
গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে ভিকটিম (১৮) তার চাচাতো ভাই মো. মানিক ও চাচা চান মিয়া শিকদারকে নিয়ে সংগিত পরিবেশনের জন্য মোটরসাইকেল যোগে মহেশপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা বরগুনা জেলার বেতাগী এলাকার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পার্শ্বে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামি মো মানিক ও মো. আলমগীর তাদের মোটর সাইকেলের গতিরোধ করে চাচাতো ভাই ও চাচাকে মারধর শুরু করলে তারা দু’জনে পালিয়ে যায়। এসময় আসামিরা জোর করে ভিকটিমকে মোটরসাইকেলে উঠিয়ে পুটিয়াখালী সুইজঘাট সংলগ্ন একটি বাগানে নিয়ে মানিক ও আলমগীর ধর্ষণ করে পালিয়ে যায়। পরে চাচাতো ভাই মানিক বাদী হয়ে বেতাগী থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম