কুমিল্লা র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় যৌথ অভিযানে কচুরিপানার গর্তে ফেলে এক হাজার কেজি নকল ট্যাং ধ্বংস করেছে। মঙ্গলবার কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া সোনাপুর এলাকায় নকল ট্যাং তৈরির পাউডার ধ্বংস করা হয়।
এসময় মেসার্স আল মদিনা ফুড এন্ড বেভারেজের ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এক হাজার কেজি রং মিশ্রিত পাউডারের সাথে ১০ কেজি বিভিন্ন রং- কেমিক্যাল ধ্বংস এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার