নারীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্নেন্স প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কর্মসূচির আওতায় ছাত্রীদের আত্মরক্ষার কৌশল অর্জনে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূর-রে-শাহনেওয়াজ, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া প্রমূখ।
কোরিয়ার বিখ্যাত মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর নামে ব্রাহ্মণবাড়িয়ার মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর কোচ নুজুবা ইসলাম খান এর তত্ত্ববধানে ১৬ জনের একটি টিম আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীকে ৪ মাস এই প্রশিক্ষণ দেবেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ৫ হাজার ছাত্রীকে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক