মোটর বাইক গায়ে লাগা নিয়ে কুপিয়ে খুন করা হয় সদ্য এসএসসি পাস করা আদিল(১৬) নামের এক শিক্ষার্থীকে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার নিহতের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকায় আজমাইন আদিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নগরীর কিশোর গ্যাং ঈগলের সদস্য অনিক (১৭) ও আদরসহ (১৭) গ্যাংয়ের আরো দুইজন। কিশোর সন্ত্রাসীদের হাতে খুন হওয়া শিক্ষার্থী আদিল চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার আবদুস সাত্তারের ছেলে। তারা নগরীর ঝাউতলা রেজা মঞ্জিলে ভাড়া বাসায় বসবাস করে।
আদিলের সহপাঠিরা জানায়, সোমবার রাত ৯টায় মোগলটুলী হয়ে রাজগঞ্জ অভিমুখে যাওয়ার সময় আদিলের মোটর বাইকটি ধাক্কা দেয় ঈগল গ্যাংয়ের এক সদস্যকে। পরে ঈগলের সদস্য আদিলের বাইকটি আটকে রেখে অন্য সদস্যদের খবর দেয়। ঈগলের সদস্যরা আদিলের কাছে চিকিৎসার কথা বলে মোটা অংকের চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে অনিক, আদরসহ আরো দুজন কিশোর সন্ত্রাসী আদরকে কুপিয়ে মোগলটুলী কর্ণফুলী পেপার হাউজের পাশে ফুটপাতে ফেলে যায়। পরে স্থানীয়রা আহত আদিলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো: আবু ছালাম মিয়া জানান, ‘হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আদিলের কয়েকজন সহপাঠিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে এসেছে। এখনো কোনো মামলা হয়নি।’
এর আগে গত ২১ এপ্রিল শব-ই-বরাতের রাতে নগরীতে কিশোর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কুমিল্লা মডার্ন হাই স্কুলেরই ৮ম শ্রেণির ছাত্র মুমতাহিন হাসান মিরন নিহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার