নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি ওয়ার্কশপ কারখানায় বিদ্যুতায়িত হয়ে ইয়াছিন মিয়া নামে (১৪) এক শিশু শ্রমিক মারা গেছে। মঙ্গলবার ভোরে কায়েতপাড়া ইউনিয়নের ভাউলিয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত ইয়াছিন মিয়া নোয়াখালী জেলার মাইজদী থানার রামচন্দ্রপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াছিন মিয়া পেটের তাগিদে দীর্ঘদিন ধরে ভাউলিয়াপাড়া এলাকার নজরুল মিয়ার ওয়ার্কশপে মেকানিক হিসাবে কাজ করে আসছে। মঙ্গলবার ভোরে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পূর্বগ্রাম এলাকার খলিলের বাড়ির ভাড়াটিয়া ছিল।
বিডি-প্রতিদিন/শফিক