পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. হাসিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হলদিবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের ফারুকের পুত্র। সে লাভা মোবাইল কোম্পানির প্রতিনিধি ছিলেন। তিনি মহিপুর মোবাইল পয়েন্টে বসে তার কোম্পানির মোবাইল মেরামত করতেন বলে জানা গেছে।
জানা যায়, ব্যবসায়িক উদ্দেশ্যে নিজস্ব মোটরসাইকেল নিয়ে কলাপড়া আসার পথে হলদিবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মো.হাসিবুল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটলাস্থলেই মারা যায়।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
নিহতের লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক