খাগড়ছড়ির সদর উপজেলার ভাইবোনছড়ার বড়পাড়া গ্রামে দনিতা ত্রিপুরা (১৮) নামে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে কোনো এক সময়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তোভোগী দনিতা ত্রিপুরা ভাইবোনছড়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের নল মোহন ত্রিপুরার মেয়ে।
খাগড়ছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, দনিতা ত্রিপুরাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণকারীরা ধর্ষণ করার পর হত্যা করে। ধর্ষক তিনজনকেই আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রুমেন ত্রিপুরা, তিরণ ত্রিপুরা ও কমল ত্রিপুরা।
লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য খাগড়ছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে।
জানা গেছে, নিহতের মা ও বাবা দিঘীনালায় বেড়াতে যাওয়ায় সে বাড়িতে একা ছিল।
এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে খাগড়ছড়ি থানায় মামলা করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম