'শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ' শ্লোগানকে সামনে রেখে ২৪ ঘণ্টা গ্রাহক সার্ভিসের লক্ষ্যে 'আলোর ফেরিওয়ালা' কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ বীরগঞ্জ জোনাল অফিসের আয়োজনে এ গ্রাহক সেবা কার্যক্রম শুরু হয়।
১২টি টিম পিকাপভ্যান, মোটরসাইকেল, রিক্সা ভ্যান নিয়ে বীরগঞ্জ পৌর শহরসহ ১১টি ইউনিয়নে এই সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। ২৪ ঘণ্টা এই সেবা কার্যক্রম চালু থাকবে বলে পল্লী বিদ্যুৎ সমিতি’র বীরগঞ্জ জোনাল অফিস এজিএম গোলাম রব্বানী জানান।
'আলোর ফেরীওয়ালা' গ্রাহক সেবা কার্যক্রম উদ্বোধন করেন পল্লী বিদুৎ সমিতি’র বীরগঞ্জ জোনাল অফিস এর ডেপুটি ম্যানাজার মো. আশরাফুল হক। এসময় পল্লী বিদ্যুৎ সমিতি’র বীরগঞ্জ জোনাল অফিস এজিএম গোলাম রব্বানী, এন্ডফোর্সম্যান্ট অফিসার জুয়েল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিতি ছিলেন।
এজিএম কম গোলাম রব্বানী জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় ৭০ হাজার গ্রাহকের বিভিন্ন সমস্যা সমাধান ও মিটার দিয়ে তাৎক্ষণিকভাবে সেবা প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল