ফেনীর সোনাগাজীর চর মজলিশপুরে বিদ্যুতায়িত হয়ে মো. নূর নবী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নূর নবী উপজেলার চর মজলিশপ ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রামের মো. আবদুল কুদ্দুসের পুত্র।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ মাওলানা ঘাট এলাকার নির্মাণাধীন ব্রিজের প্রহরী মো. নূর নবী বিদ্যুতায়িত হয়ে মারা যান।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক তদন্ত মো. কামাল হোসেন বিদ্যুতায়িত হয়ে ব্রিজের প্রহরী নুর নবীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন