তরমুজ পিস হিসেবে কিনে কেজিতে বিক্রি করায় বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে আশুগঞ্জ রেল গেইট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মো. জালাল মিয়া, মো. ইমান হোসেন ও মো. সাচ্চু মিয়া।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ ক্রয় করে ওজনে বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছে এমনটি প্রমাণ হওয়ায় তাদেরকে জরিমানা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্টের একজন সিনিয়র আইনজীবীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফলমূল, কাঁচামাল ও সবজি জাতীয় পণ্য ওজনে, পিস হিসেবে, জোড়া, হালি, ডজন, কুড়ি ইত্যাদি যে কোন উপায়ে বিক্রি করার আইন রয়েছে। তবে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হলে তা দণ্ডনীয় অপরাধ।
বিডি-প্রতিদিন/শফিক