কক্সবাজারের টেকনাফে ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ৩১ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সাগর উপকূলীয় সাবরাং ইউনিয়নের ফতেহআলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, মঙ্গলবার রাতে সাগর উপকূলীয় সাবরাং ইউনিয়নের ফতেহআলি পাড়ায় তাদের জড়ো করা হয় মালয়েশিয়া নেওয়ার জন্য। পরে এমন সংবাদের ভিক্তিতে সেখানে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩১ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২০ নারী, ৭ পুরুষ ও ৪ শিশু রয়েছে।
তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য ওই জায়গায় জড়ো হয়েছে। তবে এসময় কোনো দালালকে আটক করা যায়নি।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা মানবপাচার চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছে।
উল্লেখ্য, গত ১২ মে রবিবার রাত ১০টার দিকে বড় ডেইল এলাকা হতে ৬ জন নারী ও ২জন পুরুষ এবং সোমবার বড়ডেইল এলাকা থেকে রাতে ১১ নারী-কিশোরী মালয়েশিয়াগামীকে উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন