নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নিখোঁজ রাকিব (৫) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকালে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে পড়ে নিখোঁজ হয় রাকিব।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুজিবনগর গ্রাম এলাকার ওই নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা।
দুর্গাপুর থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রাকিব একই গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুজন মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ