৫০ জন রোগীকে প্রথমে বিষ দিয়ে মৃত্যুর মুখে নিয়ে গিয়ে ফের শেষ মুহূর্তে তাদের প্রাণরক্ষা করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার অভিযোগে গ্রেফতার হলেন চিকিৎসক। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক।
গুরুতর অভিযোগ উঠেছে অ্যানেস্থেশিওলজিস্ট ফ্রেডেরিক পেশির বিরুদ্ধে। ৪২টি ক্ষেত্রে রোগীদের অস্বাভাবিক জটিল শারীরিক পরিস্থিতি তৈরি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২০ জন রোগীর মৃত্যু ও হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ, গত ১৭ বছর ধরে পূর্ব ফ্রান্সের বিজঅসঁ অঞ্চলের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার সময় তার অধীনে থাকা রোগীদের মধ্যে অস্বাভাবিক বিষক্রিয়া দেখা দেয়। তার আগেই অবশ্য ২০১৭ সালে তার অধীনে থাকা সাত জন রোগীর অসুস্থতার জন্য অভিযুক্ত হন পেশি।
সরকারি আইনজীবীদের দাবি, সহকর্মী চিকিৎসকরা সাধারণ অস্ত্রোপচার হওয়া রোগীদের জন্য যে অ্যানেস্থেশিয়া পাউচ ব্যবহার করেন, তাতে বিষ মেশান পেশি। এর ফলে ওই রোগীদের হার্ট অ্যাটক হয় এবং সেই সুযোগে শেষ মুহূর্তে তাদের জীবন রক্ষা করে সতীর্থ চিকিৎসক এবং রোগীর আত্মীয় পরিজনদের চোখে নিজেকে 'ধন্বন্তরী' প্রমাণ করেন এই চিকিৎসক।
বিডি-প্রতিদিন/তাফসীর