কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে খায়রুল (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ খায়রুল মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের মৃত কুনু মিয়ার ছেলে। পুলিশের দাবি আটক খায়রুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘাগড়া থেকে খায়রুলকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় খায়রুলের লোকজন পুলিশের ওপর অতর্কিতে হামলা করে। এক পর্যায়ে খায়রুল পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৩ টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পার্শ্ববর্তী সাবাসপুর হাওর থেকে তাকে আবারও আটক করে। তাকে নিয়ে আসার পথে ঘাগড়া কবরস্থানের পাশে ওৎপেতে থাকা খায়রুলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে অন্যরা পালিয়ে যায়। এতে খায়রুল পায়ে গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ খায়রুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুজন এসআই নাজমুল ও নূরু ও দুজন কনস্টেবল আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম