ঢাকা-আরিচা সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকের সামনে বাসচাপায় এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।
রবিবার সকালে সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবির মূল ফটকের সামনে ওই বৃদ্ধ বাস থেকে নামছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির আরও একটি বাস এসে তাকে চাপা দেয়। পরে পথচারী ও পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        