২২ মে, ২০১৯ ০০:১৪

রূপগঞ্জে পরিবার পরিকল্পনার এনএসভি ও ইমপ্লান্ট ক্যাম্প অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে পরিবার পরিকল্পনার এনএসভি ও ইমপ্লান্ট ক্যাম্প অনুষ্ঠিত

নারায়নগঞ্জের রূপগঞ্জে পরিবার পরিকল্পনার পুরুষদের স্থায়ী পদ্ধতির (এনএসভি) ও মহিলাদের দীর্ঘমেয়াদী অস্থায়ী পরিবার পরিকল্পনা (ইমপ্লান্ট)-এর বিশেষ সেবাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বরপা এলাকার লাইফ এইড হাসপাতালে এ বিশেষ সেবাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন ৯ জন পুরুষকে জন্ম বিরতিকরন স্থায়ী পদ্ধতি এনএসভি সেবা দেয়া হয়েছে। ৮ জন মহিলাকে ইমপ্লান্ট (মহিলাদের দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মবিরতিকরন পদ্ধতি) সম্পর্কে বিশেষ দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়া ২০ জন তরুনীকে পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। 

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান, আল-রাফি হাসপাতাল ও রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর আব্দুল আলীম, কাঞ্চন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার জহির মিয়া, ভুলতা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা আয়েশা সিদ্দিকা, লাইফ এইড হাসপাতালের পরিচালক ডাঃ তানজিল আহসান প্রমুখ। 

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর