২২ মে, ২০১৯ ১৩:৪৬

স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি

স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা

নোয়াখালী সুবর্ণচরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজনে এবং এমসিএইচ সার্ভিসেস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্যবস্থাপনায়, বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদের সভাপতিত্বে এবং সুবর্ণচর পরিবার পরিকল্পনা (প.প.) পরিদর্শক মো: আলী রিপনের সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুর রউফ, নোয়াখালী সিভিল সার্জন বিধান চন্দ্র সেন, নোয়াখালী স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মাসুদ হোসেন, নোয়াখালী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সুবর্ণচর উপজেলা প:প: কর্মর্কতা ডাক্তার হাসিনা জাহান, চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম।

স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে আলোচনা করেন ডাক্তার ফাহমিদা সুলতানা । বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে সন্তান জন্ম দেয়ার চেষ্টা করলে এতে মা এবং বাচ্চা দুজনেরই প্রাণের ঝুঁকি থাকে, প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে থাকলেও সচেতনতার অভাবে প্রসূতি মায়েরা সেবা নিতে পারে না। যার ফলে শিশুমৃত্যুসহ গর্ভবতী মায়ের প্রাণহানির ঘটনা ঘটে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর