কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে যৌথ অভিযানে সর্বপ্রথম সাদা রংয়ের ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী হয়েছেন। তিনি পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মৃত সৈয়দ উল্লাহর স্ত্রী জাহেদা বেগম (৪৭)।
টেকনাফ সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম বৃহস্পতিবার রাতে দমদমিয়া বিজিবি চেকপোস্ট বসায়। এ সময় ইঞ্জিন চালিত মাহিন্দ্রা গাড়ি তল্লাশি চালিয়ে এক নারীকে হাতে নাতে সাদা রংয়ের ৯৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৯/মাহবুব