মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে মো. জিসান মোল্লা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রমজানপুর এলাকার চরপালরদী এলাকায় এ ঘটনা ঘটে। জিসান একই এলাকার মনির মোল্লার ছেলে। শিশুটির মৃত্যু খবরে পরিবারের মাঝে বইছে শোকের মাতম।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, জিসান দুপুর তিনটার দিকে একটি বল নিয়ে তার দুই বন্ধুর সাথে বাড়ির পাশে খোলা জায়গায় খেলতে যায়। পাশেই একটি খালে বলটি পড়ে গেলে জিসান বলটি তুলতে পানিতে নামে। পরে খালের পানিতে তলিয়ে যায় জিসান। পরে জিসানের বন্ধুরা ওর বাড়িতে গিয়ে জিসান পানিতে পড়ে গেছে জানায়। পরে বাড়ির লোকজন খালের পানিতে নেমে খোঁজ করলে ভেসে ওঠে জিসানের লাশ। পরে জিসানের লাশটি উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) হারুণ-অর-রশীদ বলেন, পানিতে ডুবে একটি শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার