১৭ জুন, ২০১৯ ১৫:৩৬

জামালপুরে খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

‘চলো এক সাথে গড়ি আগামীর ভবিষ্যত’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাক ও টিআইবি। 

সোমবার দুপুরে শহরের ফৌজদারী মোড় এলাকায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জামালপুর সনাকের সভাপতি অধ্যাপক মীর আনসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি অজয় কুমার পাল, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাদশা, সমাজককর্মী জাহাঙ্গির সেলিম, টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনে বিশ্বের উষ্ণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বিচারে বৃক্ষ নিধন, বিভিন্ন নদ-নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও নিয়মিত নদী শাসন না হওয়ায় নদীর তলদেশ ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে মরুকরণের প্রক্রিয়া তরান্বিত হচ্ছে। খরা ও মরুকরণ থেকে বাঁচতে এখনই সচেতন না হলে আগামীতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করেন বক্তারা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর