খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি এলাকায় মঙ্গলবার নির্বাচনি দায়িত্ব পালনকালে দিঘলিয়া থানার এএসআই নাজমুল হকের পিস্তল ও ১২ রাউন্ড গুলি খোয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, দিঘলিয়া থানার এএসআই নাজমুল হক স্ট্রাইকিং ফোর্স হিসেবে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি এলাকায় ডিউটিতে যান। এক পর্যায়ে তিনি তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ব্যাগের মধ্যে রেখে বাইরে যান। কিছু সময় পর ফিরে আর অস্ত্রটি পাননি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্কুলের দপ্তরি সন্দীপ কুমার রাহা ও রাজ মিস্ত্রির হেলপার বুলবুল খাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ