২৫ জুন, ২০১৯ ১৪:১৯

বরিশালে ইয়ুথ এনগেজমেন্ট কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ইয়ুথ এনগেজমেন্ট কর্মসূচি

বরিশালে ইয়ুথ এনগেজমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই কর্মসূচি উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসেন ফয়সাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ইয়ুথ (যুব) সহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। 

অনুষ্ঠানে বরিশালে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) এর বর্তমান অবস্থা, ভবিষ্যত পরিকল্পনা, আউটসোর্সিং সেক্টরের বিদ্যমান সমস্যা এবং সমস্যা উত্তরণে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর