Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৬ জুন, ২০১৯ ১৮:১৬

খাগড়াছড়ি পৌরসভায় বাজেট ঘোষণা

মো. জহুরুল আলম, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি পৌরসভায় বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৭৩ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৭শ' ৭৩ টাকার  বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকালে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী। 

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৭শ' ৭৩ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবুল হাঁশেম, খাগড়াছড়ি পৌরসভার পৌর প্যানেল মেয়র-১ মো. জাফর আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ্বাস ও সচিব পারভিন আক্তার খন্দকার। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক, টিএলসিসি, এসআইসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেয়।

বিডি-প্রতিনিধি/শফিক


আপনার মন্তব্য