জামালপুরে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও প্রাইভেট কারসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, জামালপুর ডিবি’র ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযান চালিয়ে শেরপুর জেলার মুনশিরচর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪০) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে আকমল হোসেনকে (২৫) প্রাইভেট কারসহ আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে ১৫০ পিছ ইয়াবা ও ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জামালপুর ডিবি পুলিশের ওসি মো: আবুল কালাম আজাদ জানান, আটক বাবুল মিয়ার বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলাসহ জামালপুর, শেরপুর ও কক্সবাজার জেলায় মোট ১০টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার