ফরিদপুরের নদী ভাঙন কবলিত অসহায় দরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর আয়োজনে মঙ্গলবার সকালে এ মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, সমাজসেবার সহকারী পরিচালক নুরুল হুদা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, সোহান জোয়াদ্দার, ইসলামিক রিলিফের কর্মকর্তা মো. শাহরিয়ার।
ইসলামিক রিলিফের সহযোগিতায় ফরিদপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১ হাজার পরিবারের প্রত্যেককে দুই কেজি করে মাংস দেয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা