Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ আগস্ট, ২০১৯ ১৮:১৪
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯ ১৮:৩৭

মির্জাপুরে সিনেমা স্টাইলে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি:

মির্জাপুরে সিনেমা স্টাইলে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে গুলি ছুড়ে দিনেদুপুরে সিনেমা স্টাইলে একটি টোব্যাকো কোম্পানির মির্জাপুর শাখা থেকে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আজ রবিবার (২৫ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল (পুরাতন) মহাসড়কের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ওই কোম্পানির সুপারভাইজার কাজী আসাদুল হক জানান, অগ্রণী ব্যাংকে ২৬ লাখ ৪০ হাজার জমা দেওয়ার উদ্দেশ্যে টাকা নিয়ে অফিস থেকে বেরিয়ে মহাসড়কের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৪টি মোটরসাইকেলে করে ৮ জন আরোহী তাদের দু'টি মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে ফাঁকা গুলি করে সুকৌশলে টাকার ব্যাগ নিয়ে নেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা সকলেই হেলমেট এবং মুখে মাস্ক পড়া ছিল।

এ বিষয়ে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ জানান, সন্ত্রাসীদের আটক করতে সকল ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্টও বসানো হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার


আপনার মন্তব্য