মোংলা বন্দরে অত্যাধুনিক মোবাইল ক্রেনের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। ৪৪ কোটি টাকা ব্যয়ে গত ২৬ জুন জার্মানি থেকে আমদানি করা অত্যাধুনিক মোবাইল ক্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়া সিঙ্গাপুর পতাকাবাহী এমভি কোটা-রিয়া জাহাজ থেকে কন্টেইনার খালাসের মধ্যদিয়ে ক্রেনটির কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, ৪ শত মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই ক্রেনটি দিয়ে ১৪ সারির কন্টেইনার বোঝাই গিয়ারসেলস জাহাজ হ্যান্ডলিং ও সর্বোচ্চ প্রায় ৮৪ টন উত্তোলণ ধারণ ক্ষমতা রয়েছে এই মোবাইল ক্রেনের। ক্রেনটি সংযোজনের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আফসানা, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, সচিব মো. ওহিউদ্দিন চৌধুরী, সিভিল ও হাইড্রোলিক বিভাগের প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, যান্ত্রিক ও তড়িৎ বিভাগের উপ প্রধান এবং প্রকল্প পরিচালক মাহাবুবুর রহমান মিনা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক