কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা আজ বুধবার বিকালে উপজেলার জনতাবাজারে এ কর্মসূচির আয়োজন করে।
র্যালিটি জনতাবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জনতা বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. ইকবাল, করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন ও গুজাদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সভায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা মাদক, বাল্য বিয়ে, যৌন হয়রানিসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক