১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৩৩

কুমিল্লায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৪
কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ উপজেলার আকাবপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ৫৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ৫৪টি দেশীয় অস্ত্র, গান পাউডার, তরল পদার্থ উদ্ধার করে। এসময় পুলিশ ওই বাড়ি থেকে ৪ যুবককে আটক করেছে। আজ রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস। 
 
পুলিশ জানায়, বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটি পরিচালনা কালে খবর আসে বিপুল পরিমাণ অস্ত্রসহ কিছু যুবক একটি বাড়িতে অবস্থান করছে। এ খবরে বুড়িচং থানা পুলিশ রবিবার ভোর রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মাসুম আলম (২৬)-এর ঘরে অভিযান চালায়। 
 
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম আলম ঘরের পিছন দিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে ১টি ৭.৬২,পিস্তল উদ্ধার করে। পরে ঘরের মধ্যে লুকিয়ে রাখা ২৯ রাউন্ড গুলি, ১টি দেশীয় তৈরি পাইপগান, ৩০ টি কার্তুজ, ০৫ টি রামদা, ০৫টি লম্বা ছুরি, ১৬ টি দা, ০১ টি চাইনিজ কুড়াল, ১০টি স্টিলের পাইপ, ১৭ টি হকিস্টিক, গান পাউডার, পাথরের টুকরা ও ১ টি প্লাস্টিকের বোতলে লাল রংয়ের কিছু তরল পদার্থ উদ্ধার করা হয়। 
 
এসময় ঘরের মালিক মৃত আবদুল মান্নানের পুত্র মাসুম আলম (২৬), রাজশাহী জেলার গোদাগাড় থানার মাধপুর গ্রামের মফিজুল আলমের ছেলে সোহাগ (২৫), আকাবপুর মৌলভী বাড়ীর আবুল বাসারের ছেলে মোঃ কাশেম (২৩), রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বমর্তল গ্রামের লুৎফুর রহমানের ছেলে ফিরোজকে (২২) আটক করে পুলিশ। 
 
ওসি জানান, কি কারণে তারা অস্ত্র মজুদ করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
 
 
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর