১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১০

এক ছাগলের ৮ বাচ্চা প্রসব!

লালমনিরহাট প্রতিনিধি

এক ছাগলের ৮ বাচ্চা প্রসব!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগলের ৮ টি বাচ্চা জন্ম গ্রহন করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন খবরে শত শত মানুষ ওই বাড়িতে ভীর জমান।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষক মোসলেম উদ্দিনের বাড়িতে। আজ রবিবার সকালে পর্যন্ত ছাগলের ৮টি বাচ্চ সুস্থ আছে বলে জানিয়েছে মোসলেম উদ্দিন বলেন।  

জানা গেছে, উপজেলার গড্ডিমারি ইউনিয়নে মোসলেম উদ্দিনের বাড়িতে একটি ছাগলের ৮ টি বাচ্চা জন্মগ্রহণ করে। এ খবর ছড়িয়ে পরলে এলাকার উৎসুক জনতা বাচ্চা গুলোকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভীর জমাচ্ছে।

কৃষক মোসলেম উদ্দিন (৪০) বলেন, বর্তমানে ৮ টি বাচ্চাই সুস্থ আছেন। চিকিৎসকেরর পরামর্শে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গড্ডিমারী ইউপি চেয়ারম্যন আতিয়ার রহমান বলেন, বিষয়টি শুনেছি তবে এক সাথে ছাগলের ৮ বাচ্চা প্রসব করা এ এলাকায় বিরল। 

এ বিষয়ে হাতীবান্ধা প্রানীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, ডিম্বাসয় থেকে যতগুলো ডিম্বানু বেঁচে থাকবে ততোগুলো বাচ্চা জন্ম নিবে। এ ধরনের ঘটনা হতে পারে।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর