টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচণে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের একটি সংরক্ষিত নারী সদস্য পদে এবং মোকনা ইউনিয়নে একটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে চলছে ভোটগ্রহণ।
রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপন্থিতি লক্ষ্য করা যায়নি।
সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী গত মার্চে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে পদটি শূন্য হয়। গত ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম