নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়িষাপাড়া ও পুরানপাড়ার মধ্য দিয়ে গুমানী নদী হতে প্রবাহিত সরকারি খালটি দখল দূষণে হারিয়ে যেতে বসেছে।
আশির দশকে খালটি খনন করা হয়। অনেকে এটাকে জিয়া খাল হিসেবে চেনেন। ওই সরকারি খালপাড়ের মানুষগুলো এটিকে ক্রমান্বয়ে গিলে খাচ্ছে।
সোমবার সরেজমিনে দেখা গেছে, দখলবাজরা যে যার ইচ্ছেমত খালটি দখল করেছেন। মৎস্যজীবী পাড়া ব্রিজের নিচে ওই খালের ওপর নির্মিত হয়েছে আওয়ামী লীগের দলীয় অফিস। ওই অফিসে নেতৃত্ব দেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহার মল্লিক। খাল খেকোদের অধিকাংশই প্রভাবশালী হওয়ায় তাদের দেখাদেখি অন্যেরাও মাটি ভরাট করে খালটি দখলে নিচ্ছেন।
এক সময় গুমানী নদী থেকে ওই খাল দিয়ে পানি প্রবাহিত হওয়ায় শৈলগাড়ী, খলসেগাড়ী, কান্টাগাড়ী, কান্দিপাড়াসহ দক্ষিণ চলনবিলাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হত। কিন্তু জবরদখল ও ময়লা আবর্জনা ফেলার কারণে এক যুগ ধরে এই সরকারি খাল দিয়ে আর পানি প্রবাহিত হয় না।
পৌরসভার ড্রেনের পানি নিষ্কাশনের জন্য ওই খাল ব্যবহার করা হত। বাধ দিয়ে খালটির অসংখ্য জায়গা জবরদখল করা হয়েছে। আর কিছুদিন পর দেখলে মনে হবে এখানে কোন খালই ছিল না।
খালটির মাঝে মাঝে ফাঁকা থাকলেও ময়লা আবর্জনা আর বদ্ধ পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মশা তৈরির কারখানায় রুপান্তরিত হয়েছে ওই খালটি।
খালটি দখল করে মেরে ফেলার খেলায় মেতেছে যারা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি করেছেন চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আত্হার হোসেনসহ স্থানীয় সচেতন মহল। তিন কিলোমিটার দৈর্ঘ্যের খালটি অতিদ্রুত দখলমুক্ত করে সময় উপযোগী ও নান্দনিক করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী জানান, সরকারি খাল কোনও অবস্থাতেই দখল করা যাবে না। তবু কেউ কারও কথা শুনছে না। খালটি রক্ষার্থে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অচিরেই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, নকশা দেখে কতটুকু খাল দখল হয়েছে সেই মোতাবেক পদক্ষেপ নিয়ে খালটি উদ্ধার করা হবে।
বিডি প্রতিদিন/কালাম