কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রসহ আব্দুল্লাহ আল মাসুদ (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মাসুদ কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার এ.কে.এম. সামসুল ইসলাম রাজ্জাকের ছেলে। বুধবার রাত সোয়া ১২টার দিকে মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ নামের ফার্নিচারের দোকানে এ অভিযান পরিচালনা করে ব্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।
র্যাবের কোম্পানি কমান্ডার এম শোভন খান জানান, হত্যাসহ একাধিক মামলার আসামি, প্রতারক, ভূমিদস্যু মাসুদ। এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের দলিল সংক্রান্ত নকল সীলসহ তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে একটি বিদেশি লোডেড রিভলভার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আরও অস্ত্র মজুদের কথা জানায় সে। পরে দোকানে তল্লাশি চালিয়ে একটি লোডেড বিদেশি পিস্তল, একটি এয়ার পিস্তল, ছয় রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। তাকে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক