শরীয়তপুরে ইয়াবাসহ অপু শীল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে শরীয়তপুর জেলার পালং থানাধীন তুলাশার সাকিনস্থ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ এলাকা থেকে তাকে আটক করা হয়। অপু শীল শরীয়তপুর সদর উপজেলার তুলাসার গ্রামের মৃত জয়রাম শীলের ছেলে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের আভিযানিক দল কোম্পানি স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, বুধবার শরীয়তপুর সদরের কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তখন অপু শীল নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল, একটি সিমকার্ড ও মাদক বিক্রিত নগদ ৪০০ টাকা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক