পঞ্চগড়ে কাচা চা পাতার ন্যায্যমূল্যসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র চা চাষীরা। বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসাসিয়েশন বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে পঞ্চগড়ের পাঁচ উপজেলা থেকে চা চাষীরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসাসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, চা চাষীদের নেতা এবিএম আক্তারুজ্জামান শাহাজাহান সহ চা চাষীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন পঞ্চগড়ের চা কারখানা মালিকদের সিন্ডিকেটে চরম দুর্ভোগে পড়েছে চাষীরা। মূল্য নির্ধারণ কমিটির দরও তারা মানছেন না। বছরের শুরুত ৩৫ টাকা থেকে ৩৮ টাকা কেজিতে চা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১৪/১৫ টাকায়। এতে তাদের লোকসান গুণতে হচ্ছে। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে চা আমদানি বন্ধ করতে হবে। পঞ্চগড়ে একটি সরকারি চা কারখানা স্থাপন করতে হবে। উত্তরাঞ্চলের চা শিল্পে সরকারি ভর্তুকী প্রদানের দাবিও জানান বক্তারা।
তারা আরও বলেন পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করতে হবে। পঞ্চগড়ের আঞ্চলিক টি বোর্ডে দক্ষ জনবল নেই । অভিজ্ঞ জনবল নিয়োগের দাবি জানান তারা। এসব দাবি না মানলে চা চাষীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। পরে তারা ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানন্ত্রী বরাবরে প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ