হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের (হিলিপ) আওতায় কৃষি, মৎস্য প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়নে সফলতা অর্জন করায় নেত্রকোনার ৪০ জন নারী-পুরুষ উপকারভোগীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আয়োজনে ভবনের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৮-১৯ অর্থবছরে জেলার হাওর অঞ্চল মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কলমাকান্দার বিভিন্ন গ্রামের ৫২শ প্রশিক্ষণার্থীর মাঝে ৪০ জন প্রদর্শনী বাস্তবায়নে সফলতা অর্জন করায় স্বীকৃতিস্বরূপ তাদেরকে নগদ ৬ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
এ সময় তাদের হাতে পুরস্কার তুলে দেন নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী প্রকৌশলী পরিতোষ দাস, জেলা প্রকল্প সমন্বয়কারী জয়শ্রী দেবী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল মান্নাফ।
এসময় প্রকল্পের জেলা লাইভলিহুড কো-অর্ডিনেটর আরিফ রব্বানী, জেলা মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার স্মৃতম খাসনবিশ, জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী বজলুর রহমান গাজীসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম