নরসিংদীর বেলাবতে দুলাল মিয়া (৩৬) নামে এক মাছ ব্যবসায়ীর ছুরিকাঘাতে শাহা মিয়া (৩৫) নামে এক কসাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বেলাব বাজারে এ ছুরিকাঘাতের ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতে মাছ ব্যবসায়ী দুলাল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত শাহা মিয়া বেলাব উপজেলার গাংকুল পাড়া গ্রামের হারিছ ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার টেকপাড়া গ্রামের বাসিন্দা। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, বেলাব বাজারে শাহা মিয়া মাংস বিক্রি ও তার বন্ধু দুলাল মিয়া মাছের ব্যবসা করে। বুধবার বিকালে দুই বন্ধু কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় মাছ ব্যবসায়ী দুলাল তার বন্ধু কসাই শাহাকে ছুরিকাঘাত করে। পরে ঢামেকে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক