কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় আসমা বেগম (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ভৈরবের শম্ভুপুর পূর্বপাড়া এলাকার ইতালি প্রবাসী জাকির হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আসমা বেগম তার সাত বছর বয়সী মেয়েকে নিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন। ভৈরব হাইওয়ে থানার সামনে ইজিবাইকের ডান দিক থেকে নামার সাথে সাথেই কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে।
বিডি-প্রতিদিন/শফিক