বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর ৫০ শয্যা বিশিষ্ট ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসের নলকূপ মেরামত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় 'ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নলকূপ অকেজো, দুর্ভোগে রোগী ও স্বজনরা' শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন পোর্টালে একটি নিউজ প্রকাশের পর নলকূপটি মেরামত করা হয়।
এ বিষয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুপম ভট্টাচার্য্য এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত বলেন, বাংলাদেশ প্রতিদিন আমাদের চোখ খুলে দিয়েছে। আসলে পত্রিকার গুরুত্ব অপরিসীম। বিষয়টি পত্রিকায় প্রকাশ হওয়ার পর আমরা ওইদিনই মিস্ত্রী ডেকে এনে নলকূপটি মেরামত করিয়েছি।
বিডি-প্রতিদিন/মাহবুব