ময়মনসিংহের ফুলপুরে ভেজাল বিরোধী অভিযানে চার মুদি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ী আবুল কাশেম, আবুল হাশেম ও মোজাম্মেলসহ চার ব্যবসায়ীকে নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও মূল্য তালিকা টানানো না থাকার অপরাধে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া নিষিদ্ধ পলিথিন, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী জব্দ করে তা সকলের সামনে ধ্বংস করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেওয়া হয়।
এ সময় স্যানিটারী ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) মঞ্জুরুল হক, ফুলপুর উপজেলা ভূমি অফিসের নাজির রুখতিয়ার হোসেন, এসআইটি শামছুল হক, পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন